শাহনাজ নাসরীন

শাল বনের কোল ঘেষে জন্মেছেন শাহনাজ নাসরীন। কুমিল্লায় বেড়ে উঠেছেন মানুষ ও প্রকৃতি নিবিড় সাহচর্যে। শৈশবে দেয়াল পত্রিকার জন্য লেখা দিয়ে শুরু। সেই শুরুর কোন অন্ত নেই। গদ্য-পদ্যর উভয় ভুবনে সাবলীল ঘোরা ফেরা করেন শাহনাজ। পেশাগত কারণে চলচ্চিত্রের দিগবলয়ও তার আয়ত্বে। বন্ধু কবি সাকিরা ও সাবেরাকে নিয়ে চালাচ্ছেন ‘কবিতার প্লাটফর্ম’। কবিতায় চির তরুণ শাহনাজ।

মা: মমতাজ বেগম
বাবা: আবদুল ওহাব (মৃত)
নেশা : ???
পেশা : শিক্ষকতা
প্রাতিষ্ঠানিক শিক্ষা: অর্থনীতিতে মাস্টার্স, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
জন্ম: ২৪ জুন ১৯৬৭, সায়াহ্ন

প্রকাশিত গ্রন্থ : গল্পগ্রন্থ - পরাজিত জীবনযাপন (২০০৩) , বামনের দীর্ঘ হাত (২০১২)
কবিতাগ্রন্থ - অসুখী পঙক্তিমালা (২০০৩), ভালবাসার এলিজি (২০০৬), নুন সত্য চিনি সত্য (২০১৫), জীবনীগ্রন্থ - নারী সাহসিকা (২০১২), উপন্যাস - দাঁড়ানো সময়ের মাঝামাঝি (২০১৫)
শাহনাজ নাসরীন এর বই সমূহ
Creative Dhaka
  • Copyright © 2024
  • Privacy Policy Terms of Use